কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের অগ্রগতি র্শীষক এক আঞ্চলিক কর্মশালা গত ২৮ অক্টোবর ২০২০ তারিখে চট্টগ্রামের আগ্রাবাদস্থ খামারবাড়ি চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শাহ কামাল খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মঞ্জুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, হাটহাজারি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কমকর্তা ড. মোঃ খলিলুর রহমান ভূঁইয়া । ডিএই চট্টগ্রাম অঞ্চলের পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত পরিচালক কাযালয়ের উপপরিচালক কৃষিবিদ মোঃ নাছির উদ্দিন।
মূল প্রবন্ধে প্রকল্প পরিচালক ড. মো: শাহ কামাল খান প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। এ সময় তিনি বলেন এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের আগাম কৃষি আবহাওয়া বার্তার পাশাপাশি করনীয় সম্পর্কিত পরামর্শ প্রদান করা হচ্ছে। ফলে বিরুপ আবহাওয়ায় কৃষকরা তাদের উৎপাদন ঝুঁকি কমাতে পারছেন। তিনি আরও জানান, বজ্রপাত পূর্বাভাস ব্যবস্থা তৈরীর সম্ভাব্যতা যাচাই করছে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্প। এছাড়া বিশ্ববিদ্যালয়ে পযায়ে এ বিষয়ে পাঠ্যক্রম চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ডিএই চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: মঞ্জুরুল হুদা বলেন, এদেশের কৃষি প্রকৃতি নির্ভর। সঠিক সময়ে দূযোগকালীণ পূবাভাস পাওয়া গেলে কৃষক ফসল রোপন, কতর্নের সঠিক সিদ্ধান্ত যেমন গ্রহন করে পারে তেমনি দূর্যোগের সময় ক্ষতিও পুষিয়ে নিতে পারে। একজন সম্প্রসারণ কর্মী যখন আবহাওয়ার র্পূবাভাস জানেন তখন তিনি টেকসই কৃষি প্রযুক্তিও সম্প্রারণ করতে পারেন। আর সঠিক সময়ে আবহাওয়ার তথ্য বিস্তারের কাজটিই করছে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্প।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার জেলা ও উপজেলা পর্যায়ের কমকর্তা ছাড়াও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি সহ শতাধিক অংশগ্রহনকারী অংশগ্রহন করেন।